বিনোদন ব্রেকিং নিউজ

প্রকাশ্যে গদর ২’-এর ট্রেলার

অগাস্ট মাসেই মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত ”গদর ২” । বহু দিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিল এই ছবির ট্রেলারের জন্য । বুধবার কার্গিল বিজয় দিবসে প্রকাশ্যে এল সানি দেওল- অমিশা প্যাটেলের বহুচর্চিত ছবি ‘গদর ২’-এর ট্রেলার।

২২ বছর পর রুপোলি পর্দায় ফিরছে তারা আর সাকিনার প্রেম কথা! ৩ মিনিটের এই ট্রেলার জুড়ে চেনা ভঙ্গিতে ধরা দিলেন ‘তারা সিং’ সানি দেওল। তাঁর ‘ঢাই কিলো’র হাতের ম্যাজিক, আর পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে একা লড়াইয়ের অসাধ্য সাধনের টুকরো ঝলক উঠে এল ছবির ট্রেলারে। সঙ্গে থাকল মারকাটারি সংলাপ। হ্যান্ডপাম্প উপরে ফেলবার ঝলক না দেখা গেলেও  সানির কটমটে চাউনি দেখেই পরের দৃশ্য কল্পনা করে ফেলেছে ভক্তরা। অ্যাকশনে ঠাসা এই ট্রেলারের শুরুতে ধরা পড়ে ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর ঝলক। ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে উত্তপ্ত পাকিস্তানে পা দেবে তারা সিং।

পাক সেনার হাতে শিকল বন্দি জিতে। তার কারণ ট্রেলারে স্পষ্ট না হলেও, বারা মতোই প্রেমের টানেই সে দেশে হাজির সে, ইঙ্গিত তেমনই। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জিতে জোর গলায় সেদেশের আর্মি জেনারেলকে বলে, ‘আমার বাপ এখানে এলে তোর এত টুকরো করবে গোটা পাকিস্তান গুনে শেষ করতে পারবে না’। চেনা মেজাজে সানি হাজির লাহোরে। সকিনাকে সে কথা দিয়েছে যে কোনও মূল্যে জিতেকে ফিরেয়ে আনবে। পাকিস্তানে পা দিয়েই হাতুড়ি দিয়ে একের পর সেনাকর্মীর মাথা গুঁড়িয়ে দিতে দেখা গেল সানিকে। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি।