১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। ছবিটি মুক্তির আগেই রেকর্ড গড়েছিল। প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল ‘গদর ২’ ছবির টিকিট। মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল ঝড় তুলছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত গদর ২। ছবিটি মুক্তির ১৫ দিনের মধ্যেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক মনও কেড়েছে এই ছবি।
এবার মাত্র ২২ দিনে ৪৯১ কোটির গণ্ডি পার করল এই ছবি। বলা যেতেই পারে যে আরও এক মাইল ফলক পার করল অনিল শর্মা পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই ছবিটি চলতি বছরের হিট ছবির জায়গা করে নিয়েছে। জানা গিয়েছে, ‘পাঠান’, ‘বাহুবলী ২’ , কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির গণ্ডিও পার করেছে ‘গদর ২’।
২৬ জুলাই মুক্তি পেয়েছিল ‘গদর ২’ ছবির ট্রেলার। তারপর থেকেই জোরকদমে ছবির প্রচার কাজ চালিয়েছিল আমিশা। ‘গদর ২’ ছবির প্রচারের কোনও খামতি রাখতে চাননি সানি-আমিশা দুজনেই। কয়েকদিন আগেই ছবির প্রচারে এই জুটি জয়পুরে গিয়েছিলেন।
আগের পরিচালক অনিল শর্মাই এই ছবির পরিচালনা করছেন। উৎকর্ষ শর্মাকে প্রধান চরিত্রের ভূমিকায় দেখা যাবে। সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এর আগে ২০ বছর আগের গদরে তাঁকেই অভিনয় করতে দেখা গিয়েছিল সানি ও আমিশার ছেলের ভূমিকায়।