জি-২০ গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এই সম্মেলন উপলক্ষ্যে রাজধানীতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসছেন অতিথি হয়ে। আলাদা ব্যবস্থা তো থাকবেই। সব দেশের রাষ্ট্রনেতারা নিজেদের সঙ্গে করেও পর্যাপ্ত নিরাপত্তা নিয়েই দেশে এসেছেন। আমেরিকার রাষ্ট্রপ্রতি জো বাইডেনও এর ব্যতিক্রম নন। সকলের নজর কেড়েছে আমেরিকার রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীদের হাতে থাকা কালো ব্রিফকেসটার দিকে।
জি-২০ বৈঠকে বাইডেনের সঙ্গে ব্রিফকেসটিরও দিল্লি ভ্রমণ হয়ে গেল। ব্রিফকেসটির ওজন প্রায় ২০ কেজি। এই ব্রিফকেসটির মধ্যে রয়েছে একটি ব্ল্যাকবুক। যেখানে বিস্তারিত লেখা রয়েছে বিশ্বের কোথায় কোথায় পরমাণু বোমা মোতায়েন করেছে ওয়াশিংটন। এমনকি ওই ব্ল্যাকবুকে বিভিন্ন খাপ রয়েছে। সেখানে লেখা হয়েছে পরমাণু বিস্ফোরণে পৃথিবী বা মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের পথে গেলে, দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেওয়া হবে। পরমাণু বিস্ফোরণের পর রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য কোন কোন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে।