আন্তর্জাতিক লিড নিউজ

G 20 Summit : G 20-তে নেই পুতিন-জিনপিং! হতাশ বাইডেন

আগামী সপ্তাহে দিল্লিতে জি-২০ সম্মেলন। আসছেন বিশ্বের বড় বড় নেতারা। তবে আসছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। জিনপিংয়ের যোগ না দেওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্রের খবর, আগামী নভেম্বরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে বসছে এপিইসি শীর্ষ সম্মেলেন। সেখানেই জিনপিংকে আমন্ত্রণ জানানো হতে পারে। আর তিনি এপিইসি বৈঠক এড়াতে পারবেন না বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।⁰p

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এর জায়গায় সম্মেলনে যোগ দেবেন চিনা প্রিমিয়ার লি কিয়াং। আবার অপর সূত্রের দাবি, দিল্লির জি-২০ বৈঠকে যোগ দিতে কোন প্রতিনিধি পাঠানো হবে, তা এখনও স্থির করেনি চিন।

ওয়াকিবহাল মহলের মত, আসলে ভারতের মাটিতে জি-২০ বৈঠক আয়োজিত হওয়ায় চিন-আমেরিকা নিজেদের মধ্যে তাইওয়ান ইস্যুতে আলোচনা সেরে নেওয়ার পরিকল্পনা ছিল বাইডেনের। তা ধাক্কা খাওয়ায় হয়ত কিছুটা হতাশ তিনি।