রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।
উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টটি এখন নেমেছে ১৬ দলে। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামে টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এদিন উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে কোস্টারিকার মুখোমুখি হয় ব্রাজিল। ব্রাজিলের হয়ে নেগুইনহো ২টি, লিয়ান্দ্রো লিনো, ফেলিপ ভালেরিও এবং মার্সেল একটি করে গোল করেন। ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় পিটো এই ম্যাচে খেলতে পারেনি। তবে তা ম্যাচে ফলাফলে খুব কোন প্রভাব ফেলেনি।
খেলার ৫ মিনিটে মার্সেলের গোলে লিড পায় ব্রাজিল। এই গোলের মধ্য দিয়ে আসরে নিজের নবম গোল করেন এই তারকা ফুটবলার। ফিলিপে ভ্যালেরিও ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। লিয়ান্দ্রো লিনোর পা থেকে গোল আসে ম্যাচের ২৮ মিনিটে। আর নেগুইনগো পরে করেন জোড়া গোল।
এই ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়। ইরান ও মরক্কো ম্যাচের জয়ী দলের সঙ্গে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা। অন্যদিকে আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। শেষ আটে তারা খেলবে স্পেন ও ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলের সঙ্গে।
You must be logged in to post a comment.