রাজ্য লিড নিউজ

আজ থেকে করোনা বিধি নিষেধ মুক্ত রাজ্য

বর্তমানে দেশে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা নিয়ে আপাতত কোনো চিন্তার কারণ নেই বলেই মনে করছে স্বাস্থ্য মহল। এমত পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শুক্রবার অর্থাৎ আজ থেকে এই নতুন নিয়ম বহাল থাকবে। নির্দেশিকার নিয়ম অনুযায়ী আজ থেকে নাইট কারফিউ আর থাকছে না। এছাড়া এতদিন পর্যন্ত যে সব নিষেধাজ্ঞা জারি ছিল সে সব তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আংশিক নিষেধাজ্ঞা জারি ছিল, তাও আর থাকল না আজ থেকে।

মারণ ভাইরাসের ভয়াবহতা কাটিয়ে প্রায় ২ বছর পর আবার ছন্দে ফিরছে দেশ। স্বাভাবিক জীবনযাত্রায় চলবে মানুষ। তবে বিধিনিষেধ না থাকলেও নির্দেশিকায় স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে জোর দিতে হবে। পাশাপাশি, নিয়মিত স্যানিটাইজেশনের দিকেও নজর দিতে বলা হয়েছে। আগেই কেন্দ্র সরকার সব রাজ্যকে করোনা বিধি তুলে দিতে অনুরোধ করেছিল। এবার কেন্দ্রের কথা মতোই প্রায় সব রাজ্যেই উঠে গেল করোনা বিধিনিষেধ।

মারণ ভাইরাসের ভয়াবহতা সকলের চোখে দেখা। সে কারণেই স্বাস্থ্যবিধির ওপর জোর দিয়ে নিজেদের সচেতন রাখার কথা বারবার বলা হচ্ছে। কারণ যেকোনো সময় যে কোনো রূপ নিয়ে আবার হানা দিতে পারে এই মারণ ভাইরাস।