ব্রেকিং নিউজ রাজ্য

আজ থেকেই অনলাইনে মাধ্যমিকের নম্বর যাচাই!

মাধ্যমিক পরীক্ষার ফল মে মাসে তৃতীয় সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর তাকে মাথায় রেখেই পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার কাজ শেষ হলেও এবার অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া শুরু করল পর্ষদ। এই লক্ষ্যে শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে নম্বর ভেরিফিকেশন প্রক্রিয়া। পয়লা মে রাত ১২টা পর্যন্ত তা চালু থাকবে।

মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা সংক্রান্ত উপসচিব মৌসুমী ব্যানার্জি ভদ্রের জারি করা এক নোটিফিকেশনে আগেই জানানো হয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে এই নম্বর যাচাই করা হবে। সব উত্তরপত্রে নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই অনলাইন ব্যবস্থা। পর্ষদের সূত্রে খবর, এবারের মাধ্যমিকের ফল মে মাসের ২০ তারিখের মধ্যে প্রকাশ করার চেষ্টা চলছে। পর্ষদ সূত্রের খবর, শনিবার বেলা ১১টা থেকে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১ মে, সোমবার মধ্যরাত পর্যন্ত। স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইনে এই প্রক্রিয়া করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখার নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি অর্থাৎ প্রকাশের আগে পর্যন্ত মোট পাঁচটি ধাপ সে মধ্য দিয়ে যেতে হয় পর্ষদকে। কিন্তু এবার এই দু’টি ধাপ হাতে-কলমে না করে অনলাইনে করতে চায় পর্ষদ। সেক্ষেত্রে প্রধান পরীক্ষকদের একাংশ মনে করছে এর দরুন মূল্যায়ন নিয়ে আরও দায়িত্ব বাড়ল প্রধান পরীক্ষকের উপর। অন্যদিকে কোন তারিখে ফল প্রকাশ করা যেতে পারে, তা নিয়ে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে বলেই পর্ষদ সূত্রের খবর।