‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিন ঝাড়গ্রামের সভা থেকে মমতার বার্তা,’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো।’ এদিন বিজেপিকে ‘দিল্লি ছাড়া’ করার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রীর দাবি, “যতটা বকেন প্রধানমন্ত্রী, তার একাংশও করে দেখান না। ভোটের সময় আবার বলবে ফ্রি-তে রেশন দেব। এখন কেন বন্ধ? দিল্লি থেকে হরিয়ানা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে। বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্চনা সহ্য করে না, শোষণ সহ্য করে না।”
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তাঁর একমাত্র লক্ষ্য বিজেপিকে উৎখাত করা। আর সেজন্য সব ধরনের লড়াইয়ের জন্যও তিনি তৈরি। অভিভক্ত মেদিনীপুর বাসীর উদ্দেশে তাঁর আহ্বান, এই মেদিনীপুরের মাটি থেকে বহু সংগ্রাম শুরু হয়েছে, বিজেপি বিরোধী লড়াইটাও সেখান থেকেই শুরু হোক।
বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে বিতড়ণের ডাক দিয়ে বললেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, “মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কী অত্যাচার হচ্ছে। মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে গুরুত্বপূর্ণ শুধুই ভোট।”