তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আবার মাস্ক ছাড়া বেরিয়েও পড়েছিলেন। করোনা একটা জ্বর ছাড়া কিছু নয় বলে বিতর্কও তৈরি করেছিলেন। হ্যাঁ, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকে তিনি নির্বাচনী প্রচারও শুরু করতে চলেছেন। যা বোমা ফাটানোর মতো খবর বিশ্বের দরবারে।
আর দেরী নয়। কাল প্রচার শুরু করার ইচ্ছেপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়ে দেন, আক্রান্ত হওয়ার পর ১০ দিন কেটে গিয়েছে। এখন প্রচার শুরু করতে পারেন ট্রাম্প।
উল্লেখ্য, তিনদিন হাসপাতালে কাটিয়ে সোমবারই হোয়াইট হাউসে ফিরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘনিষ্ঠ এক ডজনেরও বেশি মানুষের শরীরে কোভিড সংক্রমিত হওয়ায় সাদা বাড়ি এখন করোনার হটস্পট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন মাত্র ২৬ দিন বাকি। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। তাই মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প।
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই মানুষকে ভরসা জুগিয়ে ট্রাম্প বলেন, ‘এই ভাইরাসকে একদম ভয় পাবেন না। ২০ বছর আগে তিনি যে অবস্থায় ছিলেন, তার থেকেও এখন বরং ভালো বোধ করছেন।’
