দুয়ারে দুয়ারে জল পরীক্ষার জন্য ১০০ টাকা করে পাবেন আশাকর্মীরা। দিনে যে ক’টি কিট ব্যবহার করা হবে সেই কিট হিসেবে ১০০ টাকা করে দেওয়া হবে তাদের।
কখনও কখনও বিভিন্ন পুরসভার বিরুদ্ধে পানীয় জল থেকে ডায়েরিয়া ছড়ানোর অভিযোগ ওঠে, সেই কারণেই সরবরাহ করা জল পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর।
বাড়ি বাড়ি গিয়ে জল পরীক্ষা করার জন্য খুব শীঘ্রই আশাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জানা গেছে, এ বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও স্বাস্থ্য দপ্তর নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে।
জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়ের কথায়, “জলে দূষিত কোন পদার্থ মিশেছে কি না তা পরীক্ষা করার জন্য আশাকর্মীদের নিয়োগ করা হচ্ছে। গ্রামের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিতে আশাকর্মীরা তখন বাড়ি বাড়ি যাবেন সেই সময়ই বাড়ির জলও পরীক্ষা করবেন। যদি কোনও বাড়ির জলে দূষণ মেলে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই কাজের জন্য আশাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি বাড়ি বাড়ি জল পরীক্ষার জন্য আশাদের মিলবে পারিশ্রমিকও।” স্বভাবতই সরকারের এই প্রকল্পে খুশি আশাকর্মীরা।