দেশ ব্রেকিং নিউজ

‘‌ঘরে বসেই মিলবে স্বাস্থ্যসাথী’‌

বিধানসভা নির্বাচনে জিতলে আর রেশন দোকানে কাউকে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড পাননি তাঁদেরও বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করলেন তৃণমূলনেত্রী। রায়দিঘিতে দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সভা করে এই কথা জানান তিনি।
তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড এবার দলের কাছে গেম চেঞ্জার হিসাবে কাজ করছে। বাড়ির মহিলাদের নামে এই কার্ডে সরকারি–বেসরকারি হাসপাতালে পরিবারের জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা খরচ মিলবে। রাজ্যের মানুষ ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে লাইন দিয়ে এই কার্ড করিয়েছেন। তাতে শাসক থেকে বিরোধী দলগুলির সমর্থক কেউ বাদ নেই। আর সেই কার্ড থেকে বিনা পয়সায় চিকিৎসাও পেতে শুরু করেছেন রাজ্যের মানুষ।
এই স্বাস্থ্যসাথী কার্ডকে আরও জনমুখী আকর্ষণীয় করতে চাইছে তৃণমূল। যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড এখনও হাতে পাননি তাঁদের ঘরে কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর পর্যন্ত বৈধ এই স্বাস্থ্যসাথী কার্ড। তার পর আবার পুনর্নবীকরণ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। তৃণমূলের সরকার থাকলে এই প্রকল্প চলতেই থাকবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর যাঁরা এখনও কার্ড পাননি তাঁরা ভোট মিটলে বিডিও অফিসে গিয়ে কার্ড তৈরি করাতে পারেন বলে জানান তিনি।