ব্রেকিং নিউজ রাজ্য

শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, কীভাবে জানা যাবে ফলাফল?

শুক্রবার চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হবে।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার টুইট করে জানিয়ে দিয়েছেন সেই কথা। ২৬ মে প্রকাশিত হবে ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পাশাপাশি এবারের পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছাও জানান তিনি।

টুইট করে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৬ তারিখ দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠক করে এবছরের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট ঘোষণা করা হবে।

গত ৩০ এপ্রিল এবারের জয়েন্ট পরীক্ষা হয়েছিল। চলতি বছর প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল। ব্রাত্য বসু জানান, ২৬ তারিখ বিকেল ৪টের পর বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজেদের Rank কার্ড ডাউনলোড করতে পারবে।

কার্ড দেখতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। wbjeeb.nic.in এ গিয়ে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবে। পরীক্ষার ফলাফল কি হতে চলেছে তা নিয়ে উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা।