শুক্রবার থেকেই কিষান নিধি প্রকল্পের টাকা প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র–রাজ্য দীর্ঘ টানাপোড়েনের পর এই তালিকায় এবার অন্তর্ভুক্ত রয়েছে বাংলার কৃষকদের নামও। বাংলার প্রত্যেক কৃষক যাতে এই অর্থ পান, তার জন্য ইতিমধ্যেই উদ্যোগী শোভনদেব চট্টোপাধ্যায়ের দফতরও। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অষ্টম কিস্তিতে ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৯.৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি স্থানান্তরিত করা হবে।
বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ঘোষণা করেছেন, কিষান নিধি প্রকল্পে প্রাপ্য অর্থ দেওয়া হবে প্রত্যেক কৃষককে। মোদী বারবার অভিযোগ তুলেছিলেন, ‘এটাই আফসোস যে পুরো ভারতের কৃষকরা কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সব মতাদর্শের সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি।’
মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের পোর্টালে এখনও পর্যন্ত রাজ্যের ২১.৭৯ লক্ষ চাষি নাম নথিভুক্ত করিয়েছেন। তাদের মধ্যে ১৪.৯১ লক্ষ কৃষকের তথ্য যাচাই রাজ্য সরকার করে দিয়েছে। সেই অ্যাকাউন্টগুলিতে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারবে। মমতার আবেদন, চাষিদের অ্যাকাউন্টে টাকা অবিলম্বে পাঠিয়ে দেওয়া হোক।
রাজ্যের যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন, তাঁদেরকে শুক্রবার থেকেই ২০০০ টাকা করে প্রথম দফায় দেওয়া হবে। গোটা দেশজুড়ে ৯ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে ১৯ হাজার কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতাভুক্ত কৃষক সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৫৫ হাজার। ভোট পূর্ববর্তী সময়ে প্রচারে এসে প্রধানমন্ত্রী এও ঘোষণা করেছিলেন, বকেয়া টাকাও কৃষকদের দেওয়া হবে।
