ব্রেকিং নিউজ রাজ্য

তাজা কার্তুজ ও বোমা উদ্ধার

সামাজিক মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ছবি ভাইরাল হয়। সেই ছবির সূত্র ধরে তদন্ত শুরু করেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে। গতকাল রাতে এসডিপিও মিতুন দে ও ওসি মগারাহাট বিশাল বাহিনী নিয়ে মগরাহাটের বিলন্দপুর খালপাড় থেকে কুড়ি বছরের ইমরান খানকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে ওই আগ্নেয়াস্ত্রটিও।

জানা গিয়েছে, ইমরান বেশ কয়েক বছর ধরে ওই অস্ত্রটি কাছে রাখছে। বছর দুই আগে এলাকার এক ব্যক্তি খুনের চেষ্টার অভিযোগে ইমরান গ্রেফতার হয়। কিন্তু নাবালক হওয়ায় ছাড়া পেয়ে যায়। ইমরান মগরাহাটের এক ব্যবসায়ী পরিবারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ইমরানকে আজ আদালতে পেশ করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ধারাবাহিক তল্লাশি অভিযানে উস্তির দেউলা নাজরা থেকেও উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বোমা। গতকাল রাতে বিশেষ সূত্র মারফত খবর পেয়ে এসডিপিও মিতুন দের নেতৃত্বে উস্তির ওসি সহ বিশাল পুলিশি অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সেলিম সেখ ও আলাউদ্দিন শেখকে। এদের বাড়ি থেকে উদ্ধার হয় ৮টি আগ্নেয়াস্ত্র, ১২টি তাজা কার্তুজ ও ৬টি বোমা। এরা দুজনেই এলাকাতে খুবই প্রভাবশালী বলে জানা যাচ্ছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে।‌ এরা কি কারণে আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করছিল, তা জানতে নিজেদের হেফাজতে নিতে আবেদন জানাবে পুলিশ।