রামপুরহাট বগটুই গ্রামে হত্যালীলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতোই অস্ত্র ও বোমা উদ্ধারে জোর দিয়েছে পুলিশ প্রশাসন। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে একটি বিশালাকার বট গাছের ফাঁক-ফোকর থেকে আটটি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। গত শুক্রবার ভোরে শ্যামনগর প্রভাতী সংঘ মাঠ থেকে আগ্নেয়াস্ত্র-সহ তিনজনকে পুলিশ পাকড়াও করেছে। পুলিশ জানিয়েছে, অস্ত্র ও বোমা উদ্ধারে তল্লাশি অভিযান জারি থাকবে।
অন্যদিকে, কাঁকিনাড়ার সাধুর মাঠ থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই দুষ্কৃতী। শুক্রবার রাতে ভাটপাড়া থানার পুলিশ হানা দেয় কাঁকিনাড়ার সাধুর মাঠে। সেখান থেকে পুলিশ বাপটু সরকার ওরফে বুবাই ও আখিল মজুমদারকে গ্রেপ্তার করেছে। বাপটুর কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং অখিলের কাছ থেকে লোহার রড উদ্ধার করেছে। পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশ্যে ওরা জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দুজনকে পাকড়াও করে পুলিশ।
মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর থেকেই তৎপর পুলিশ প্রশাসন। চারিদিকে চলছে টহলদারি। গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ হানা দিচ্ছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এই অভিযান জারি থাকবে।