পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদের সামসেরগঞ্জে উদ্ধার ব্যাগভর্তি তাজা বোমা বুধবার সকালে সামশেরগঞ্জের একটি আমবাগান থেকে উদ্ধার হয় বোমাগুলি। সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের যাদবনগরে। পঞ্চায়েত ভোটের আগে কার্যত মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এক কথায় প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে বোমা ও আগ্নেয়াস্ত্র।
বুধবার সাতসকালে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা বোমাগুলো আমবাগানে রেখেছে তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই যাদবনগর আমবাগানে বোমার খবর আসে পুলিশের কাছে। তারপরেই সেখানে হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয় ব্যাগ ভর্তি তাজা বোমা। যদিও ব্যাগের মধ্যে ঠিক কতগুলো বোমা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। গ্রামীন এলাকার মধ্যে আমবাগানে বোমা ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে।