লাইফস্টাইল স্বাস্থ্য

ঘন ঘন হাই তুলছেন ? কারণ জানুন

ঘুমের ঘাটতি থাকলে মাথা ঝিম ঝিম বা ক্লান্ত ভাব যে শরীরে অনুভূত হবে যার কারনে দিনে দিনে বার বার হাই তুলি আমরা। কিন্তু ঘন ঘন হাই তোলা মোটেই স্বাভাবিক নয়।

শরীরে ক্লান্তির ছাপ থাকলে হাই ওঠে ঘনঘন। দিনের দিনের পর এই অনিয়মই আপনার শরীরে বয়ে আনছে নানা জটিল রোগ । ফলে ঘন ঘন হাই তুললেই এড়িয়ে যাবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

শরীরে এক প্রকার স্ট্রেস পরায় হাই তুলছেন ঘন ঘন। ফলে কাজেও মনযোগ দিতে পারছেন না আপনিও। প্রয়োজন পরলে এক্ষুনি চিকিৎসকের পরামর্শ নিন। স্ট্রোকের আগে বার বার হাই উঠতে পারে। মস্তিস্কের ভেগাস নার্ভের সম্পর্ক হাই তোলার সঙ্গে রয়েছে। এই নার্ভ আমাদের মস্তিষ্ক থেকে বেরিয়ে হৃদযন্ত্রে ও পাকস্থলীর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। তাই হার্টের কোনো সমস্যা দেখা দিলে হাই ওঠার প্রবনতা দেখা যায়।

মস্তিষ্কের সমস্যা দেখা দিলেও ঘন ঘন হাই ওঠার প্রবনতার দেখা যায়। কখনো কখনো স্ট্রোকের আগে এমনটা হতে পারে। মস্তিষ্কের কোষের অত্যাধিক ক্ষতি বার বার হাই তোলার কারন হয়ে দাড়াতে পারে ।তাই ঘন ঘন হাই উঠতে থাকলে অবহেলা করা উচিত নয়। লিভারের সমস্যায় হাই তোলার প্রবনতা দেখা যায়। পেটের নানা সমস্যার কারণেও বার বার হাই উঠতে পারে। প্রয়োজন বুঝে চিকিৎসকের পরামর্শ নিন।

নানান রোগে ঔষুধ খাচ্ছেন। অতিরিক্ত ঔষুধের পার্শ্ব প্রতিক্রিয়া শরীর নিয়ে আসে আলস্য। যার ফলে হাই উঠতে পারে।পরালে ওষুধ বদলে নিতে পারেন তবে অবস্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে।