স্বাধীনতা অর্জন করার অঙ্গীকার নিতে দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিজের বিশেষ মন কি বাত রেডিও অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি জনগণকে অনুরোধ করছি, ১৫ আগস্ট স্বাধীনতার দিন করোনাভাইরাস থেকে মুক্তির সংকল্প গ্রহণ করুন।’ করোনা থেকে মুক্তির জন্য আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে। এই আত্মনির্ভর ভারত থেকে নতুন কিছু শিখতে এবং শেখাতেও হবে। আমাদের সেই দায়িত্ব পালন করার জন্য দৃঢ়সংকল্প হতে হবে। তবেই আমরা করোনাকে হারাতে সক্ষম হবো।
করোনার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা আক্রান্তের সুস্থতার হার বেশি। মৃত্যুর হারও বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক কম। কিন্তু এখন পরিস্থিতি আগের মতোই মারাত্মক। যে কারণে স্বাস্থ্য–সুরক্ষার সমস্ত বিধি প্রত্যেককে মেনে চলতে হবে। রাস্তা–ঘাটে, হাটে–বাজারে দেখা যাচ্ছে, মুখে না পরে মাস্ক থুতনিতে ঝুলিয়ে রেখেছেন। এই দায়িত্বজ্ঞানহীন কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কথা বলার সময় অনেকেই মাস্কটিকে ঝুলিয়ে রাখছেন। মাস্ক পরতে অসুবিধা হচ্ছে? এটা করবেন না। তা হলে চিকিৎসক, নার্স অথবা স্বাস্থ্যকর্মীদের মতো করোনা যোদ্ধাদের কথা ভাবুন। তাঁরা হাজার সমস্যা নিয়েও আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন।’
প্রধানমন্ত্রী যখন এমন দাবি করছেন তখন রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৪৮,৬৬১ জনের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছে। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় আরও ৭০৫ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। ফলে দেশে মোট মৃত্যু ছাড়াল ৩২ হাজার। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে মোট ৩২ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২ জন।