পেট্রোল–ডিজেলের দাম রোজ বাড়ছে। যা কিনতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। তারই মধ্যে নজিরবিহীন উদ্যোগ নিল কেরলের একটি পেট্রোল পাম্প। অটো চালকদের বিনামূল্যে তিন লিটার জ্বালানি দিচ্ছে ওই পেট্রোল পাম্প। কাসারাগোড় পুরসভা এলাকার একটি প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটেছে। পেট্রোলের দাম যখন ১০০ টাকা পার করে ফেলেছে ও ডিজেল ৯৫ টাকার উপরে, তখন বিনামূল্যে তিন লিটার জ্বালানি স্বস্তি দিল অটো চালকদের।
এই পেট্রোল পাম্পের পক্ষ থেকে এই অফারের ঘোষণা করা হয়। দু’দিন বিনামূল্যে এই জ্বালানি দেওয়া হয়। সোমবার থেকে বিনামূল্যে এই জ্বালানি দেওয়া শুরু হয়। এই পেট্রোল পাম্পের ম্যানেজার জানিয়েছেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩১৩ জন অটোরিকশা চালককে বিনামূল্যে পেট্রোল দেওয়া হয়েছে। পেট্রোলের দাম ছিল ৯৭.৭০ টাকা ও ডিজেলের দাম ছিল ৯৩.১১ টাকা। হিসেব বলছে, ওই দিন এনমাকাজে গ্রাম পঞ্চায়েতের এই পেট্রোল পাম্প প্রায় এক লাখ টাকার পেট্রোল–ডিজেল বিনামূল্যে দেওয়া হয়।
ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পের মালিক আবদুল্লা মাদুমুলে। তিনি আবুধাবির চার্টাড অ্যাকাউন্ট। তিনি জানান, লকডাউনের মতো পরিস্থিতিতে অটো চালকদের উপর থেকে দামের বোঝা কমাতেই তিনি পেট্রোল এবং ডিজেল দেওয়ার সিদ্ধান্ত নেন। কোনও ব্যবসায়িক প্রচার না, অটো চালকদের সাহায্য করতেই তিনি বিনামূল্যে পেট্রোল-ডিজেল দিয়েছেন।