করোনা পরিস্থিতিতে মে–জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার। ২৬ হাজার কোটি টাকার বেশি খরচ পড়বে এই কর্মসূচিতে। গত বছরও করোনা পরিস্থিতিতে নিখরচায় দেশজুড়ে রেশন বণ্টন করেছিল কেন্দ্র। মাথাপিছু ৫ কেজি করে রেশন দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার আওতায় এই বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রের খরচ হবে মোট ২৬ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, ২০২০ সালেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য বিনামূল্যে রেশন ঘোষণা করেছিলেন। সেইমতো জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী। এবার তার সঙ্গে যোগ হল কেন্দ্রের রেশনও। সুতরাং খাদ্যাভাব হবে না বাংলায় বলে মনে করা হচ্ছে। তবে অনেকেই বলছেন গুণগত মান কেমন হয় সেটাই দেখার।
গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় দেশ জেরবার। ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে কয়েকটি রাজ্য। সেই কারণেই আবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।