রাজ্যে শুরু হচ্ছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই এই বিনামূল্য পরিষেবা শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে ১৫০টি অ্যাম্বুলেন্স প্রকল্পে যুক্ত হবে। দুর্ঘটনা প্রবণিত এলাকা এবং সেটির কাছাকাছি কোন হাসপাতাল রয়েছে, সেই সংক্রান্ত একটি তালিকা সরকার তৈরি করছে। আপাতত জিপিএস সিস্টেমের উপর ভরসা করেই চালু হবে এই পরিষেবা। এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা খরচ হচ্ছে বলে রাজ্য সরকার আধিকারিক সূত্রে খবর পাওয়া গিয়েছে।
রাজ্যের স্বাস্থ্যবিভাগের আধিকারিক জানাচ্ছেন, “এই পরিষেবা নি:সন্দেহে একাধিক ব্যক্তির প্রাণ বাঁচাবে। আমরা চাইছি দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আহত ব্যক্তিকে কোনও হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যেতে। আপাতত পুরোটাই খাতায়-কলমে রয়েছে বিষয়টি। তবে খুব শীঘ্রই শুরু হবে এই পরিষেবা।”
এই পরিষেবার জন্য দু’ধরণের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। একটি হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং অন্যটি হল অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। এই পরিষেবা পাওয়ার জন্য শীঘ্রই রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হবে। পিডব্লুডি, পুলিশ এবং ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে স্বাস্থ্য বিভাগের এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।