Four Russian ministers, including Russian Prime Minister Mikhail Mishustin, have been infected with the corona. The latest addition to the list is Russian Education Minister Valery Falkov.
আন্তর্জাতিক

রাশিয়ার ঘরের ভেতরে এবার করোনার থাবা

রাশিয়ার পথ ধরে এগিয়ে চলেছে করোনাভাইরাস। তাই রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন–সহ রাশিয়ার চার মন্ত্রী করোনা সংক্রমণের শিকার হলেন। এই তালিকায় নবতম সংযোজন রাশিয়ার শিক্ষামন্ত্রী ভ্যালারি ফালকভ। তবে তিনি ইতিমধ্যে সুস্থও হয়ে উঠছেন বলে খবর।
এদিন ভিডিও লিংকের মাধ্যমে সরকারি এক বৈঠকে পুতিন নিজেই ভ্যালারি ফালকভের করোনা আক্রান্তের খবর দেন। রাশিয়ার প্রেসিডেন্ট জানান, শিক্ষামন্ত্রী এখন সুস্থ। আগে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ এবং সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভা করোনা আক্রান্ত হন। তাঁরা সকলেই চিকিত্‍‌সাধীন রয়েছেন। ভাইরাস সংক্রমণের শিকার পুতিনের মুখপাত্র ক্রেমলিনও। তাঁরও চিকিত্‍‌সা চলছে।
উল্লেখ্য, রাশিয়ায় ২.৫ লক্ষের বেশি করোনা সংক্রমণের শিকার। দেশের প্রবীণ স্বাস্থ্য আধিকারিক আন্না পাপোভা জানান, ভাইরাস সংক্রমণের হার কমাতে সক্ষম হয়েছে রাশিয়া। দু’‌সপ্তাহ পর রাশিয়ায় একদিনে করোনা পজিটিভ সংখ্যা ১০ হাজারের নীচে নেমেছে। ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, রাশিয়ায় করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২ লক্ষ ৫২ হাজার ২৪৫। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৯,৯৭৪। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৩০৫ জনের।