জেলা ব্রেকিং নিউজ

Fourth Round : বনগাঁ পুরসভার ১৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে চলছে ভোট গণনা। শাসক দলের প্রার্থীরা অনেকাংশেই খোশ মেজাজে রয়েছেন। জয়ের ব্যাপারে তাঁরা যথেষ্টই আশাবাদী বলে জানাচ্ছেন। পাশাপাশি বিরোধীরাও আত্মপ্রত্যয়ী।

শেষ পাওয়া খবর অনুযায়ী, চতুর্থ রাউন্ড শেষে বনগাঁ পুরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। অপরদিকে কংগ্রেস এগিয়ে ১৭ নম্বর ওয়ার্ডে, বিজেপি এগিয়ে ৭ নম্বর ওয়ার্ডে এবং নির্দল প্রার্থী এগিয়ে ১৮ নম্বর ওয়ার্ডে।

গণনা কেন্দ্রের বাইরে ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের আনন্দ-উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তবে, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, বিজয় মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কোনও রকম অশান্তি বরদাস্ত করবে না পুলিশ। আপাতত আর কিছুটা সময়ের অপেক্ষা। তারপরই চূড়ান্ত হয়ে যাবে নির্বাচনে কে জিতে কাউন্সিলর হয়ে পুরসভায় যাবে।