দেশ লিড নিউজ

পাঁচ জেলার ভোটে ব্যাপক হিংসা, উত্তেজনা চরমে

হিংসার আবহেই শুরু হল চতুর্থ দফার ভোট। কেন্দ্রীয় বাহিনী থেকে নির্বাচন কমিশন তা ঠেকাতে পারল না বলেই মনে করছেন ভোটাররা। কারণ হুগলী পাণ্ডুয়ায় শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে গণ্ডগোল শুরু হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মলয় বন্দ্যোপাধ্যায়কে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেন বাহিনীর জওয়ানরা। কর্তব্যরত জওয়ানরা বুথের বাইরে যেতে অনুরোধ করেন। এই নিয়ে তিনি বির্তকে জড়িয়ে পড়েন জওয়ানদের সঙ্গে। তর্কাতর্কি চলার সময় জওয়ানরা তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বের করে দেয়। মলয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এই কেন্দ্রের ভোটার সংযুক্ত মোর্চার সিপিএমের প্রার্থী আমজাদ হোসেন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন।
চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা। উঠল গো–ব্যাক স্লোগানও। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়ার সংখ্যালঘু অধ্যুষিত ঈশ্বরভাগ এলাকার বুথে এসেছিলেন লকেট। সেখানে ভোটারদের লাইনে গণ্ডগোল হয়। লকেট যেতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পরে লকেটের গাড়ি ভাঙচুরও করে বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। সেখানে চলল গুলি। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ব্যাপক লাঠিটার্জ পুলিশের। বালির একাধিক বুথে ছাপ্পা পড়ছে বলে অভিযোগ আনলেন বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া।
হরিদেবপুরের আধাসেনার সঙ্গে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কি। অভিযোগ, ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বিজেপি কর্মীরা। জওয়ানদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন রত্না চট্টোপাধ্যায়। হুগলি-সহ একাধিক জেলার একাধিক বুথে তৃণমূল এজেন্টদের বসতে বাধা। কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের। উলুবেড়িয়া পূর্বে ভোট দিলেন বিজেপির তারকা প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানের এক বুথে সিপিএম এজেন্টের চোখে লঙ্কা গুড়ো ছেটানোর অভিযোগ। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। উল্লেখ্য, সুজন চক্রবর্তীর এজেন্ট দীপ্তি লাহিড়ি। নির্দল এজেন্ট সুনন্দা দাস তাঁর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়েছেন বলে অভিযোগ।
উত্তর গাজীপুর জামাদার পুকুর জুনিয়র হাই স্কুল। ভোটাররা ভোট দিতে এসেছেন। অনেকেরই হাতে নেই ভোটার আইডি কার্ড। তাঁরা কারা? তারা এই এলাকার ভোটার কিনা বোঝা যাচ্ছে না! তাই পুলিস মারফত সকলের কাছে বার্তা, ভোটার কার্ড হাতে নিয়ে ভোট দিতে আসুন। ভোট শুরু হওয়ার আগেই ফের উত্তপ্ত শীতলকুচি। তৃণমূল কর্মীদের ধারালো অস্ত্রের কোপ । বেশ কয়েকজন তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শীতলকুচি বিধানসভার পাগলাপীর এলাকার ঘটনা। ২৬৫ নম্বর বুথে এই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ সকাল বেলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী শীতলকুচি বিধানসভার পাগলাটে এলাকার ২৬৫ নম্বর বুথে সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই বিজেপির দুষ্কৃতীরা অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। উত্তপ্ত গোটা এলাকা। আহত তৃণমূল কর্মী আসাদুল মিয়া,আমিনুর মিয়া, আব্দুল আজিজ মিয়া ওরফে টুলু।
কসবায় বাম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। বুথে উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ পরিদর্শনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র। এখানে এখনও ভোট শুরু হয়নি। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা। আলিপুরদুয়ারে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকার বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। করোনা আবহে স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনেই ভোট দিচ্ছেন ভোটাররা। সামাজিক দুরত্ব, সবার মুখে মাস্ক, হাতে হ্যান্ড গ্লাবস পড়েই ভোট দিচ্ছেন সবাই। সব ভোটারদের এই নিয়ম মেনেই ভোট দিতে হবে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রত্যেক বুথে দেওয়া হচ্ছে মাস্ক, গ্লাবস, স্যানিটাইজার।
নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ মাথায় হেলমেট পড়ে ঘুরে বেরাচ্ছেন। যে কোনও সময় আক্রমণ হতে পারে তার উপর আশঙ্কা। যাদবপুরে সুজন চক্রবর্তীর পোলিং এজেন্টকে ব্যাপক মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জখম ওই মহিলা পোলিং এজেন্টের অভিযোগ তাঁকে প্রাণে মারারও হুমকি দিয়েছে অভিযুক্তরা। প্রথমবারের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন টলি পাড়ার সেলেব কাঞ্চন মল্লিক। ভোটের দিন কোন্নগরের শকুন্তলা কালীবাড়িতে পুজো দিয়ে দিন শুরু করলেন তিনি। সকাল সকাল ভাঙরের বুথ ঘুরে দেখলেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকি।