ফের ভূমিকম্প রাজধানীর বুকে। করোনা আতঙ্কের মধ্যেই বারবার ছোট ছোট ভূমিকম্পে কেঁপে উঠছে দিল্লি। ঘনঘন এই কম্পন বড় কোনও ভূমিকম্পের পূর্বাভাস কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দিল্লিবাসীর মধ্যে। তাছাড়া এই মাঝেমধ্যের কম্পনের জেরে দিশেহারা মানুষজন।
জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লিতে। উত্তর–পশ্চিম দিল্লির পীতমপুরায় উৎপত্তি হওয়া এই কম্পের তীব্রতা ছিল মাত্র ২.২। কম্পন খুব একটা অনুভবও করেননি। কিন্তু এখন প্রশ্ন উঠছে, আচমকা কম্পনের বাড়বাড়ন্ত কেন শুরু হল দিল্লিতে? এই নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হবে বলে খবর মিলেছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে লাগাতার ছোট ছোট ভূমিকম্প হয়ে চলেছে দিল্লিতে। ওইদিন সাড়ে ৩ মাত্রার একটি কম্পন আতঙ্ক তৈরি করে দিল্লিতে। পরের দিনই ২.৭ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়। গত ১৫ দিনে চারটে ভূমিকম্প হয়ে গেল রাজধানীতে। ৩ মে ৩ মাত্রার একটি কম্পন হয়েছিল দিল্লি–হরিয়ানার সীমান্তে। এর পর ৬ মে আবার দুলে ওঠে দিল্লি। দিল্লি–উত্তরপ্রদেশ সীমান্তে অনুভূত হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৩.৪। আর ১০ মে কম্পন হয় দিল্লিতে। ৩.৩ মাত্রার এই কম্পনের উৎসস্থল ছিল ফরিদাবাদ।