জঙ্গিদের বিরুদ্ধে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জম্মু–কাশ্মীরে সংঘর্ষে নিহত হয়েছে জৈশ–ই–মহম্মদের চার জঙ্গি। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ জম্মুর নাগরোটা জেলায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে চলে তুমুল গুলির লড়াই। এই ঘটনায় নিহত হয়েছে চার জঙ্গি। গুলির লড়াই চলে হাইওয়ের উপর এক টোল প্লাজার কাছে। জানা গিয়েছে, জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল।
এই ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জম্মুর নগরোটা জেলায় জম্মু–শ্রীনগর হাইওয়ের ওপরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, একটি ট্রাকে চেপে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জঙ্গিদের এই দলটি। নাগরোটায় বান টোল প্লাজার কাছে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
টোলের কাছে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ায় বাস থামানো হয়। সেখানেই সংঘর্ষ বাধে। চলতে থাকে গুলিবৃষ্টি। জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় আহত হয়েছেন দুই সেনা। তাদের অবস্থা এখন স্থিতিশীল। পালটা প্রত্যুত্তর দেয় পুলিশও। মুহূর্তের মধ্যে ট্রাকটিকে ঘিরে ফেলা হয়। প্রায় দু’ঘণ্টা ধরে অভিযান চলে। এতেই মৃত্যু হয় ওই চার জঙ্গির। বৃহস্পতিবার ভোরের এই সংঘর্ষের পরেই নাগরোটায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। জম্মু–শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। আশেপাশে চলছে ব্যাপক তল্লাশি।
উল্লেখ্য, বুধবার বিকেলে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মূলত, চক কাকাপোরায় সিআরপিএফের ৪১ নম্বর ব্যাটেলিয়নের বাঙ্কার লক্ষ্য করেই ছোঁড়া হয়েছিল গ্রেনেডটি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের উপরে গিয়ে পড়ে সেই গ্রেনেড। আহত ১২ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।