ভূস্বর্গে অনুপ্রবেশের সময় তিন পাকিস্তানের জঙ্গিকে নিকেশ করলেন ভারতীয় জওয়ানরা। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে। মৃত জঙ্গিদের কাছ থেকে একে–৪৭ রাইফেল ও দুটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। আবার অনুপ্রবেশকারী জঙ্গিদের রুখতে গিয়ে শহিদ হন সেনাবাহিনীর তিন জওয়ান ও এক অফিসার। রবিবার জম্মু–কাশ্মীরের মাচিল সেক্টরে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ওইসব জওয়ানরা। শহিদ জওয়ানদের মধ্যে একজন ক্যাপ্টেন রয়েছেন।
মৃত বিএসএফ কনস্টেবলের নাম সুদীপ সরকার বলে জানা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, শনিবার মাঝরাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। ওই সন্দেহজনক ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে জম্মু–কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালাতে শুরু করেন। কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর রণে ভঙ্গ দিয়ে পালায় ওই জঙ্গিরা। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় সীমান্তের মধ্যে তিন পাকিস্তানের জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১টা নাগাদ কুপওয়ারার মাচিল সেক্টরে বেশ কয়েকজন অস্ত্রধারী জঙ্গির গতিবিধি লক্ষ্য করে টহলদারি সেনা। তাদের চ্যালেঞ্জ করতেই শুরু হয় গুলির লড়াই। গুলি বিনিময় চলে ভোর চারটে পর্যন্ত। নিহত হয় এক জঙ্গি। বাকিরা লুকিয়ে পড়ে। গোলাগুলির খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে আরও সেনা ও বিএসএফ জওয়ান। সকাল সাড়ে ১০টা নাগাদ ফের সন্ধান মেলে জঙ্গিদের। নিয়ন্ত্রণরেখা থেকে দেড় কিলোমিটার দূরে একটি জায়গায় ফের শুরু হয় গুলির লড়াই। সেনার গুলিতে মারা যায় আরও ২ জঙ্গি।
উল্লেখ্য, পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সঙ্গে ভারতের সংঘর্ষের পর থেকে জম্মু–কাশ্মীরে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছোঁড়ার অছিলায় ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা জেহাদিদের মদত দিয়ে ভূস্বর্গে হামলা চালাতে অনুপ্রাণিত করছে। ভারতীয় নিরাপত্তারক্ষীদের তৎপরতার কারণে তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হচ্ছে। গোয়েন্দাদের অভিমত, জম্মু–কাশ্মীরে পাহাড়ে বরফ পড়ার আগেই কাশ্মীরের ঢুকে পড়ার চেষ্টা করে জঙ্গিরা। তাতেই অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে সীমান্ত এলাকায়।