বাংলাদেশ

চার লাখ টাকা বেতনে নিয়োগ

করোনা সংক্রমণের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এবার তাঁরা কর্মী নিয়োগ করতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে। এমনকী এই উদ্দেশে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে ড্যাশ এইট কিউ ৪০০ বিমানের জন্য ক্যাপ্টেন নিয়োগ করা হবে। আবেদন শুরু হচ্ছে ২ জুন থেকে। কিন্তু এই পদের বেতন আকাশছোঁযা।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, পদের নাম–ক্যাপ্টেন, শূন্যপদ–৬টি, কাজের ধরন–পূর্ণসময়ের জন্য (চুক্তিভিত্তিক)। আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে। সবমিলিয়ে ২০০০ ঘণ্টা ফ্লাইংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। কোনও দুর্ঘটনার রেকর্ড থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
এই পদে বেতন–৪ লাখ টাকা। আবেদন করতে হলে জীবনপঞ্জী–সহ রঙিন ছবি এবং মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে বাংলাদেশ এয়ারলাইনস অফিসে। ১৬ তারিখের মধ্যে এই আবেদনপত্র জমা দিতে হবে। তারপর ইন্টারভিউতে ডাকা হবে।