Corona infection has been found in the bodies of 15 prisoners in the correctional facility of South 24 Parganas of the state. According to official sources, 10 departmental workers were transferred to six correctional facilities in the state. They also contracted corona virus and are undergoing treatment. A top official of Baruipur Correctional Institution was also attacked by Corona. The infection is thought to have spread from there.
বাংলাদেশ

চার জেএমবি জঙ্গি গ্রেপ্তার বাংলাদেশে

চার জঙ্গিকে গ্রেপ্তার করল র‌্যাব। বড় নাশকতা করার আগেই পাকড়াও করা হল চার জেএমবি জঙ্গিকে। এই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকাল থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সিরাজগঞ্জের একটি বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। পরে সেখান থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তারা বাংলাদেশে নাশকতা ছড়াতে ছক কষেছিল বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, একটি বাড়িতে জড়ো হয়ে নাশকতার ছক কষে জেএমবি জঙ্গিরা। এই খবর পাওয়ার পরেই বাংলাদেশের উত্তরপ্রান্তে অবস্থিত সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শেরখালি এলাকায় থাকা ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। তারপর ফজলুল হক মাস্টারের ডেরা বলে পরিচিতি ওই জায়গা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করে। তখনই বাড়িটি থেকে বিকট শব্দে গুলি চালানোর শব্দ হয়। প্রথম দফায় পুলিশ অভিযান পরিচালনা করতে বাধার সম্মুখীন হয়। বাধ্য হয়ে প্রথমে ওই বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর হুঁশিয়ারি দেয়, বেরিয়ে না এলে উড়িয়ে দেওয়া হবে। তখন লুকিয়ে থাকা জঙ্গিরা বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পন করে।
র‌্যাব–১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার বেলা ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে চারজন আত্মসমর্পণ করে। এদের মধ্যে একজনের নাম কিরণ। সে পাবনা–সিরাজগঞ্জ জেএমবি’‌র আঞ্চলিক প্রধান। গত কয়েক মাস আগে বগুড়া থেকে দু’‌জন অপরিচিত লোক এখান সেখানে গিয়ে এসে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‍্যাব শুক্রবার পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। শুরু হয় অভিযান। গোলাগুলির শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের।