দেশ ব্রেকিং নিউজ

উপত্যকায় নজরদারি চারটি পাকিস্তানি ড্রোনের

রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে ড্রোনের নজরদারি। ফের একবার উপত্যকায় দেখা মিলল ড্রোনের। তবে এবার একটা নয়, দেখা মিলল চারটি ড্রোনের। জম্মু ও সাম্বার চারটি জায়গায় দেখা মিলেছে ড্রোনগুলির। স্বভাবতই এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে নাশকতার উদ্দেশেই ড্রোনগুলো ওড়ানো হয়েছিল বলে অনুমান।

গভীর রাতেই জম্মুর বায়ুসেনার বিমানঘাঁটির কাছে ড্রোনের দেখা মেলে। তবে নিমেষেই বায়ুসেনার অ্যান্টি ড্রোন টেকনোলজির মাধ্যমে সেই ড্রোনটিকে ধ্বংস করে দেওয়া হয়। যদিও একপক্ষের দাবি, ড্রোনটি ধ্বংস হয়নি, বায়ুসেনার জওয়ানরা ড্রোনটি লক্ষ্য করে গুলি ছুড়লে, তা পালিয়ে যায়। এরপর সাম্বা সেক্টর, হিরানর সেক্টর এবং মিরান সাহিব এলাকায় আরও তিনটি ড্রোন ধরা পড়ে। সূত্রের খবর, অ্যান্টি-ড্রোন ব়্যাডারে ড্রোনগুলো ধরা পড়ার পরে, সেগুলোকে ধ্বংস করেন জওয়ানরা। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত ওই চারটি এলাকায় সন্দেহভাজন ৪টি ড্রোন ধরা পড়ায়, পাকিস্তান থেকে ড্রোনগুলো কন্ট্রোল করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।

আজ সকালে ফের জম্মু ও সাম্বার চারটি জায়গায় বিভিন্ন সময়ে দেখা মিলল ড্রোনের। উপত্যকায় বারবার ড্রোনের আনাগোনায় অতি সতর্ক হয়েছে কেন্দ্রও। কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রকের তরফে একটি খসড়া বিল আনা হয়েছে। গত ২৯ জুনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শীর্ষ বৈঠকে ড্রোনের কারণে নিরাপত্তা ব্যবস্থায় যে ঝুঁকি সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন। কোনও নাশকতার ছক ছিল বলে অনুমান। তবে সেনার তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়। গত কয়েক সপ্তাহে উপত্যকার আকাশে একাধিকবার ধরা পড়েছে সন্দেহভাজন ড্রোনের ঘোরাফেরা।