বাংলাদেশ

শেরপুর–কাগজপুর সেতু চারদিন বন্ধ

জরুরি মেরামতের কাজ চলছে। তার জন্য ঢাকা–সিলেট জাতীয় সড়কের শেরপুর ও কাগজপুর সেতু শুক্রবার থেকে চারদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে সব যানবাহনের চালকদের বিকল্প পথে চলাচলের জন্য সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেকেই মনে করছেন এই সড়ক না ব্যবহার করতে পারলে যানজট বাড়বে।
নির্দেশে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জাতীয় সড়কের ১৯২ কিলোমিটার অংশে অবস্থিত শেরপুর সেতু এবং ১৯৭ কিলোমিটার অংশে অবস্থিত কাগজপুর সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তখন সেতু দুটিতে ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবের মেরামতের কাজ চলবে। ফলে এই মাঝের দিনে কিভাবে যান চলাচল করবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, সড়কের সেতু দুটিতে মেরামতের কাজ চলবে। তাই সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী যানবাহনকে বিকল্প রাস্তা হিসেবে শেরপুর–মৌলভীবাজার–রাজনগর–ফেঞ্চুগঞ্জ–সিলেট অথবা শ্রীমঙ্গলের সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।