আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভূমিকম্পের পর চারদিন কেটে গেলেও এখনও চলছে উদ্ধার কাজ

তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সরকারি হিসেবে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়েছে ২১ হাজার। ধ্বংসস্তূপ থেকে একের পর এক বেরিয়ে আসছে দেহ। ভূমিকম্পের পরে পেরিয়ে গেছে চার দিন। তবুও শেষ হয়নি উদ্ধার কাজ। ধ্বংসস্তুপ যত সরানো হচ্ছে, মৃত্যু মিছিল ততই দীর্ঘতর হচ্ছে। আবার তিনদিন পরও ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার হচ্ছে জীবিত মানুষ বা পোষ্য। যার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ধ্বংসস্তূপের আনাচেকানাচে প্রাণের সম্ভাবনা কোথাও থাকলেও, খাবার ও জলের অভাবে প্রাণ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টি ও প্রবল শীতের দাপট। এই পরিস্থিতিতে যদি কোথাও কোনও প্রাণ এখনও থেকেও থাকে, সেই খোঁজেই ২৪ ঘণ্টা নাওয়া খাওয়া ভুলে চলছে উদ্ধারকাজ। এই ভয়াবহ ঘটনার পর সর্বপ্রথম ভারত সেদেশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরপর একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি, ইজরায়েল এবং রাশিয়া-সহ একাধিক দেশ।

গত সোমবার ভোরে হওয়া প্রথম ভূমিকম্পের পরবর্তী ২৪ ঘন্টায় আরও চারটি বড়সড় কম্পন অনুভূত হয় তুরস্ক ও সিরিয়ার বিস্তৃর্ণ অঞ্চলে। এছাড়া দুই ডজনের বেশি আফটার শক হয়েছে ওই একই এলাকায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমান বেড়েই চলেছে। ভূবিজ্ঞানীদের এই বিষয়টি যথেষ্ট অবাক করেছে। কেন এতবার ভয়াবহ কম্পন, কেনই বা এতগুলো আফটার শক? এটা কি শুধুই প্রাকৃতিক বিপর্যয়, নাকি অন্য কিছু? এবার সামনে আসছে চঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে কিছু সংস্থা দাবি করছে এই ভূমিকম্প আসলে মানুষ্যসৃষ্ট!