গ্যাংস্টার আতিক আহমেদ ও আশরাফের খুনিদের ৪-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল প্রয়াগরাজের সিজেএম আদালত। বুধবার সকালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে খুন হওয়া আতিক আহমেদ এবং আশরাফ আহমেদের খুনিদের প্রয়াগরাজের সিজিএম কোর্টে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয় আদালতে। উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। উত্তর প্রদেশ পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত। আতিক ও তার ভাইয়ের খুনিদের ৪-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে প্রয়াগরাজের সিজেএম আদালত।
এদিকে, আতিক ও আশরাফ হত্যা মামলায় এবার সাহাগঞ্জের স্টেশন অফিসার অশ্বিন কুমার সিংকে সাসপেন্ড করা হল। এই মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) সমস্ত পুলিশকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগেই প্রয়াগরাজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হয় আতিক এবং আশরাফ