গত ৪ মে থেকে নিখোঁজ ছিল তৃণমূল কর্মী শাহিনুর রহমান। আর ৫ মে বাড়ি থেকে কিছুটা দূরে ভুট্টাক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। চিলাখানায় তৃণমূল কর্মী শাহিনুর রহমান হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে দুদিন চিলাখানায় আসে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। এই খুনের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গোপালপুরে বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
শনিবার চারজনকে গ্রেফতার করে তারা। এরা হলেন ঈশ্বর দাস, মিহির চন্দ্র, গোবিন্দ দাস এবং ঈশ্বর দাস। এরা প্রত্যেকেই সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। আজ এদের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হবে বলে জানা যায়। এই খুনের ঘটনায় যে ১৬ জনের নামে যে এফআইআর দায়ের করা হয়েছিল তার মধ্যে গ্রেফতার হওয়া ঈশ্বর দাসের নাম ছিল না।
ঈশ্বর দাসের স্ত্রী পিঙ্কি দাস জানান, গতকাল দুপুর ১২টায় আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই গোপালপুরে নিয়ে যায়। পরবর্তীতে রাত নটার দিকে তারা ফোন করে জানায় যে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
বিজেপি নাটাবাড়ি বিধানসভার সংযোজক চিরঞ্জিত দাস জানান, সিবিআই নিরপেক্ষভাবেই ঘটনার তদন্ত শুরু করছে। আগামী দিনে প্রকৃত দোষীরা ধরা পড়বে।ঘটনার প্রকৃত তথ্য উঠে আসবে।