ব্রেকিং নিউজ রাজ্য

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি ফের পুলিশ হানা, দীর্ঘ জিজ্ঞাসাবাদ

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে ফের পুলিশের হানা। বুধবার সাত সকালে শান্তিনিকেতন থানার তিন সদস্যের পুলিশের একটি দল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হাজির হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মূলত দুটি মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একটি হল, শান্তিনিকেতন ট্রাস্ট এর জায়গায় ফলক বসানো সংক্রান্ত মামলা। অপরটি হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননাকর মন্তব্য করার বিষয়ে একটি মামলা।

সূত্রের খবর, এদিন সকাল ১০ টায় শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। দেড় ঘণ্টা পর বেরিয়ে যান তদন্তকারীরা।এর আগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আদালতের নির্দেশ, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জেরা করতে পারে পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয় বলেই জানিয়েছিল আদালত। পুলিশ তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানিয়েছে আদালত।

একইসঙ্গে আদালত জানিয়েছিল, আগামী ২২ নভেম্বর তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। প্রতি কেসের জন্য এক ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না বলেও নির্দেশ আদালতের। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুক্রবার মামলার শুনানি হয়। এদিন বিচারপতি নির্দেশ দেন নতুন করে নোটিস দিতে হবে পুলিশকে। ২৯ নভেম্বর ফের এই মামলার শুনানি।