দেশ ব্রেকিং নিউজ

প্রয়াত যশবন্ত সিং

রবিবার প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা যশবন্ত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন, যশবন্ত সিংকে তাঁর বুদ্ধিমত্তা এবং দেশের সেবার জন্য চিরকাল সবাই মনে রাখবে৷ রাজস্থানে বিজেপিকে শক্তিশালী করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷ তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা রইল।
রবিবার সকালে দিল্লিতে মৃত্যু হয় বর্ষীয়ান রাজনীতিকের। গত জুন মাস থেকে দিল্লি আর্মি হাসপাতালে (রিসার্চ অ্যান্ড রেফারেল) ভর্তি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন সকালে তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম এবং মাথায় পুরনো আঘাতের জেরে অসুস্থ অবসরপ্রাপ্ত মেজর এবং প্রাক্তনমন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তিনি কোভিড–১৯ নেগেটিভ ছিলেন।
রাজনাথ সিং ট্যুইট করে লেখেন, বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে আমি গভীর শোকাহত৷ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশে তিনি দেশের সেবা করেছেন৷ দক্ষ রাজনীতিক ও সাংসদ হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি৷ উল্লেখ্য, ১৯৯৮–২০০২ সাল পর্যন্ত বিদেশ মন্ত্রক, ২০০০–২০০১ সাল পর্যন্ত প্রতিরক্ষা ও ২০০২–২০০৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন যশবন্ত। অটলবিহারী বাজপেয়ীর আমলে অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশমন্ত্রী হিসাবে কেন্দ্রের একের পর এক বড় সিদ্ধান্তের মূলে ছিলেন যশবন্ত সিং। বিজেপি’‌র প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। রাজস্থানের বারমের জেলার জসোল গ্রামে যশোবন্তের জন্ম ১৯৩৮ সালের ৩ জানুয়ারি। প্রথম জীবনে ভারতীয় সেনাবাহিনীর অফিসার ছিলেন পরবর্তীতে তিনি রাজনীতিতে পা রাখেন৷ আশির দশকে রাজ্যসভায় যোগ দেন।