ব্রেকিং নিউজ রাজ্য

আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি আয়কর দপ্তরের হানা

ফের রাজ্যে আয়কর অভিযান। আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে বুধবার সকালেই আয়কর দপ্তরের হানা। তৃণমূল বিধায়কের গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয়। বিধায়কের বাড়ি ছাড়াও আসানসোল, দুর্গাপুর ও রানিগঞ্জের আরও ছয়-সাত জায়গায় চলে তল্লাশি অভিযান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর পাঁচটা নাগাদ মোট নটি গাড়িতে আয়কর দপ্তরের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। এরপরই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বিধায়কের বাড়ির ভেতরে প্রবেশ করেন। বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চলছে তল্লাশি অভিযান। তবে সোহরাবকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে কি না, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনায় সকাল থেকেই এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা তথা রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বার্নপুরের বাড়ি সহ বেশ কিছু জায়গায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। একটা সময়ে বাম-রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশায় লোহার কারবার করতেন সোহরাব। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে জানা গিয়েছে। একাধিকবার তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে।