ব্রেকিং নিউজ রাজ্য

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। পাশাপাশি থানায় অভিযোগ জানাতেই তা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলমের।

ঘটনা মালদা থানা এলাকার। অপরদিকে অভিযোগের পরও মালদা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নির্যাতিতার। শেষমেশ, জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার। ‘এটাই তৃণমূলের সংস্কৃতি’ কটাক্ষ বিজেপির। তবে কেউ অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এমনটাই প্রতিক্রিয়া তৃণমূলের।

সূত্রের খবর, জুলাই মাসের ১২ তারিখ বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম ওরফে ফিটুর বিরুদ্ধে। ১৪ ই জুলাই মালদা জেলা আদালতে মামলা দায়ের করেন ওই নির্যাতিতা। এরপরই মালদা থানাকে ঘটনার তদন্তের নির্দেশ দেয় জেলা আদালত। অভিযোগ, আদালতের নির্দেশের পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আর এই সুযোগে নির্যাতিতাকে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি নির্যাতিতার। তাই এবারে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, “এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপির আন্দোলনে নামবে বলে তিনি জানান।”

অপরদিকে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”