ব্রেকিং নিউজ রাজ্য

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম- এর নেতা মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৪ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরপর দু’বার তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আগস্ট মাসে দ্বিতীয়বার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ভর্তি ছিলেন মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। মঙ্গলবার সকালে সেখানেই জীবনাবসান হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকাহত বামফ্রন্ট।

ইতিমধ্যেই তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিপিআইএম- এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার সহ অন্যান্যরা। বুধবার দুপুরে মানব মুখোপাধ্যায়ের মরদেহ আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে বলেই দলীয় সূত্র মারফত জানা গিয়েছে। সেখানেই প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে পারবেন দলীয় নেতা-কর্মীরা।