রাজ্য লিড নিউজ

জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কবে বেরোবেন জেল থেকে?

অবশেষে ইডি-র মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শেষ হয়ে গেলেও ওই দিন রায় জানাননি বিচারপতিরা। তবে আজ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এর আগে একাধিকবার খারিজ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। তবে এবার ছিঁড়ল শিকে। ইডির মামলায় জাামিন পেলেন পার্থ।

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে ইডিকে। ৩১শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রক্রিয়া ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর আগে শেষ করতে হবে। গোটা প্রক্রিয়া শেষ হলেই জেল মুক্তি দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সিবিআইয়ের মামলা বিচারাধীন রয়েছে। সেই কারণেই এখনই মুক্তি পাচ্ছেন না পার্থ।