রাজ্য লিড নিউজ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় আটক করেছে ইডি।

শুক্রবার সকাল ৫ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সঙ্গে ছিল সিআরপিফ জওয়ানরাও। তারপর সারাদিন অভিযান চালিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি টাকা। সেই টাকার পরিমান এখনো বাড়তে পারে বলে অনুমান ইডি আধিকারিকদের। এছাড়াও উদ্ধার ৫০ লক্ষ টাকার সোনা এবং ২০টি ফোন।

সবমিলিয়ে প্রায় ২৬ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। বাড়ির সদস্যদের থেকে আলাদা করে দোতলার ঘরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করে ইডি আধিকারিকদের। জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ বোধ করেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী। তড়িঘড়ি মন্ত্রীর চিকিৎসার জন্য ডাকা হয় দুই চিকিৎসককে।

অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ, শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সূত্র মারফত জানা গিয়েছে, আজই পার্থ চট্টোপাধ্যায় কে আদালতে তোলা হতে পারে।