গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ইমরান খানের ডান পায়ে লাগে আততায়ীর গুলি ।ইমরান খানের এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি আহত হন ।
ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন । সে সময় এক ব্যক্তি তার কন্টেনার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। আততায়ীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে পাক সংবাদ মাধ্যমের খবর। ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।