এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আদালতে পেশ করা হল। বৃহস্পতিবার ৬ ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতে নিয়োগ দুর্নীতিতে তার নাম সুপারিশ পত্রে ছিল। ভূয়ো নিয়োগ পত্রে সই করার অভিযোগও ছিল তার নামে। তারই ভিত্তিতে সিবিআই -এর জালে পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
সিবিআই গ্রেফতারের আগে তাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি অভিযোগ করেন বেআইনি নিয়োগ করা হয় এসপি সিনহার নির্দেশেই। সিবিআই সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী নিয়োগ মামলায় গ্রেফতার করা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্যাণময়ের সখ্য শিক্ষামহলে সর্বজনবিদিত বলে খবর।
কল্যাণময় গঙ্গোপাধ্যাইয়ের গ্রেফতার প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের ছেলেমেয়েরা যার হাত থেকে জীবনের প্রথম সার্টিফিকেট নিয়েছে, সে আজ চুরির দায়ে জেলে। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে তিনি এই ভাবেই প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলির গ্রেফতার নিয়ে সরব হন। তার যে লোকের জীবনী রাজ্যের ছেলেমেয়েরা পড়ছে, সেই শিক্ষামন্ত্রী জেলে। গোটা শিক্ষা দফতরে চোরেদের আড্ডা। বাংলার কপালে এমন খারাপ সময় আগে আসেনি।”
অন্যদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। সে বিষয়ে আলিপুর আদালতে আবেদন জানায় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। সে কারণেই শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই মনে করছে তিনি এই দূর্নীতি চক্রের মাস্টার মাইন্ড।