দেশ

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেপ্তার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানান, জিজ্ঞাসাবাদের সময় দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন নি অনিল। সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বেলা ১২টা নাগাদ ইডির সামনে হাজিরা দেন তিনি। ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করার আগে ভিডিও বার্তা দেন অনিল। জানান, তদন্তে সবরকম সহযোগিতা করবেন।

কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি একাধিক প্রশ্নের উত্তর দেননি বলে দাবি করেছে ইডি। জানা গেছে, মঙ্গলবার আদালতে পেশ করা হলে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। প্রসঙ্গত, প্রায় ১০০ কোটি টাকার তোলাবাজি মামলায় অভিযুক্ত দেশমুখ। এর আগে আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনিল দেশমুখের আপ্তসহায়ক-সহ দু’জনকে।