দেশ ব্রেকিং নিউজ

প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। রবিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিজের শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ বিজেপি নেতা কেশরী নাথ ত্রিপাঠী। পরিবার সূত্রের খবর, রবিবার ৮ জানুয়ারি ভোর ৫টার দিকে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত কয়েকদিন ধরে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। বাবার প্রয়াত হওয়ার খবর জানিয়েছেন কেশরীনাথ ত্রিপাঠীর ছেলে নীরজ ত্রিপাঠী।

জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর নিজের বাড়ির শৌচালয়ে পড়ে গিয়ে গুরুতর চোট লাগে বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর। এমনকী তাঁর ডান হাত ভেঙে যায়। এরপর থেকেই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার থেকে ফের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেশরীনাথ ত্রিপাঠী।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করে লি‌‌খেছেন, “কেশরীনাথ ত্রিপাঠী নিজের কাজ এবং জ্ঞানের জন্য সকলের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। উত্তরপ্রদেশে বিজেপির সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজ্যের উন্নয়নেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের জন্য আমার গভীর সমবেদনা রইল।”

১৯৩৪ সালের ১০ নভেম্বর ইলাহাবাদে জন্মগ্রহণ করেন কেশরীনাথ ত্রিপাঠী। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার সামলেছেন। উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্যও ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। এছাড়াও খুব কম সময়ের জন্য বিহার, মেঘালয় ও মিজোরামের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন তিনি।