খেলাধুলা ব্রেকিং নিউজ

প্রয়াত প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ও কোচ, শোকের ছায়া

ইংল্যান্ড ক্রিকেটে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। সোমবার সকালে ইংল্যান্ড বোর্ডের পক্ষ দিয়ে বিবৃতি মারফৎ খবরটি দেওয়া হয়েছে। সে দেশের জাতীয় দলের হয়ে দীর্ঘ ১২ বছর খেলেছেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রয়াত হয়েছেন গ্রাহাম থর্প। আমাদের কাছে এই গভীর শোক প্রকাশ করার ভাষা নেই। ক্রিকেট বিশ্ব আজ শোকে মূহ্যমান। এই অকল্পনীয় খারাপ সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছি। খেলাধূলায় অসাধারণ অবদানের জন্য আমরা তাঁকে সবসময় মনে রাখব।”

উল্লেখ্য, ইংল্যান্ডের সেরা ব্যাটারদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। পাশাপাশি ক্রিকেট পরিবারের প্রিয় সদস্য ছিলেন থর্প। গোটা দেশের কাছে ছিলেন সম্মানীয়। তাঁর ক্রিকেট পারদর্শীতা প্রশ্নাতীত। পরবর্তী সময়ে প্রশিক্ষক হিসেবে তিনি দেশের সেরা প্রতিভাকে সবধরনের ক্রিকেটে জয়ের পথ দেখিয়েছেন।