এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই। গতকালই তার হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু আপাতত এক মাসের জন্য স্বস্তি পেলেন তিনি। চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তে হাজিরার নির্দেশের ওপর এই স্থগিতাদেশ জারি করা হয়। আপাতত চার সপ্তাহ তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে না বলেই জানা গেছে।
আগামী ১৩ মে পর্যন্ত এসএসসি সংক্রান্ত কোনও মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। এমনটাই জানান আইনজীবি দীপায়ন কুণ্ডু।
উল্লেখ্য, মঙ্গলবার এসএসসির গ্রুপ ডি, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় বিকেলে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, হাজিরা এড়াতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভরতি হতে পারবেন না পার্থ। সেই নির্দেশের পরই ডিভিশন বেঞ্চে যান পার্থর আইনজীবীরা। সেখানে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে বলে জানা গিয়েছে। বুধবার সেই মামলার শুনানিতে আরও কিছুদিনের জন্য স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।