রাজ্য লিড নিউজ

‘তিলোত্তমা’র নাম বলেন প্রাক্তন সিপি বিনীত গোয়েল, মামলা শুনবে হাইকোর্ট

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা এবার শুনবে কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আর জি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের নাম প্রকাশ করেছিলেন তিনি। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী সোমবার ওই মামলার শুনানি হবে।

ইতিমধ্যেই ডাক্তারদের দাবিতে কলকাতার কমিশনারের পদ থেকে অপসারণ করা হয়েছে বিনীতকে। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানালেন আইনজীবী। গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে। কারণ সেখানেই আরজি কর কাণ্ডের মূল মামলা চলছে।

মামলাকারী অনামিকার আইনজীবী মহেশ জেঠমালানি হাইকোর্টে সওয়াল করে জানান, গত সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে বিষয়টি জানিয়েছিল আইনজীবী তবে তা শুনতে চায়নি সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে হাইকোর্টের এই মামলা শুনতে বাধা থাকল না। আইনজীবী জেঠমালানির আর্জি, মামলাটির দ্রুত শুনানি করা হোক। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই হতে পারে শুনানি।