বুধবার প্রবল শ্বাসকষ্টের জেরে হাসপাতালে নিয়ে যাওয়া হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন তিনি সিওপিডি–র সমস্যায় ভুগছেন। সূত্রের খবর, সম্প্রতি আবহাওয়ার পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দুপুর ১টা ৫০ মিনিটে নাগাদ তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দিন গরম, রাতে ঠান্ডা— এই আবহাওয়া খানিকটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই ছিলেন ৭৬ বছরের বাম নেতা। চিকিৎসক ফুয়াদ হালিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে বাড়াবাড়ি হওয়ায় বুধবার তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, সামান্য জ্বর রয়েছে তাঁর। কোভিড–বিধি মেনে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে। বুকের এক্স–রে করা হয়েছে। এক্স–রে রিপোর্ট মোটের উপর ভালো। আপাতত তাঁকে আইসিইউ’র একটি পৃথক জায়গায় রাখা হয়েছে। কোভিড রিপোর্ট হাতে আসার পর তাঁকে দ্রুত ভর্তির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারণ, ওই রিপোর্টের উপরই নির্ভর করছে, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে।
উল্লেখ্য, অক্টোবর মাসে দুর্গাপুজোর অষ্টমীর রাতে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। সাক্ষাতের কিছু ছবিও তিনি টুইট করেছিলেন। সেই ছবিতে ফ্ল্যাটের ঘরের বিছানায় শয্যাশায়ী বুদ্ধবাবুকে দেখা যায়। গত বছরের সেপ্টেম্বর মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সে বারও তিনি প্রবল শ্বাসকষ্ট এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
