আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালের তরফে বিবৃতি জারি করে তেমনটাই জানানো হয়েছে।
বুদ্ধদেববাবুকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে বুদ্ধবাবুর ফুসফুসের সংক্রমণের মাত্রা এখন অনেকটাই কমেছে। শুক্রবার রক্তপরীক্ষার রিপোর্টে চিন্তার কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এবার চেষ্টা করা হবে যাতে মুখ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খাওয়ানো যায়৷ চিকিৎসকরা চাইছেন, তিনি যাতে ধীরে ধীরে মুখ দিয়ে খেতে পারেন, সেটা নিশ্চিত করা এখন চিকিৎসকদের প্রধান লক্ষ্য। তবে এখনই রাইলস টিউব খোলা হবে না বর্ষীয়ান এই নেতার। তিনি ক্লাস্টার্ড জাতীয় খাবার খেতে পারছেন কি না, সেটাও ধীরে ধীরে দেখবেন চিকিৎসকরা।
ভারত বিখ্যাত পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায় তাঁকে দেখে গিয়েছেন। গতকালই তিনি জয়পুর থেকে একদিনের সফরে কলকাতায় এসে বুদ্ধবাবুকে দেখে ফিরে যান জয়পুর। তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন বুদ্ধবাবুর চিকিৎসকদের। এদিন ফের বিকেলে মেডিক্যাল বোর্ড বসবে।